Skip to content

অতীত স্নৃতি – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

কুটুম পাখি ডাকলে খুশি
আসবে আজি মেয়ে,
তাইতো বাড়ি সাজায় মায়ে
ফুলের মালা দিয়ে।

নানা রকম পিঠা পুলি
কত আয়েজন,
ভালবাসার সুখের মেলা
সারা পাঁড়ায় ধুম।

চাঁদনি রাতে আঙিনাতে
জলসা হত রোজ,
সুরে সুরে পুথির আসর
শুনতো কত লোক।

কোথায় গেল জারি সারি?
মাঝি মাল্লার দাড়,
কথা গুলো বেশ পুরানো
সেদিন ছিল ভাল।

নকশি কাঁথা রুপের গল্প
বিশ্ব জুড়ে গাঁথা,
হারিয়ে গেছে নকশি কাঁথা
স্নৃতি শুধু ভাসে।

আষাঢ় মাসে টেংরা ফুটি
ঢেকি ছাঁটা চাল,
হারিয়ে গেল কত কালের
বাঙালির গৌরব।

সময় এখন বদলে গেছে
আমরা আধুনিক,
খাদ্য খাবার ভরা শুধু
ফরমালিনের বিষ,

রোগ ব্যধি নিত্য নতুন
ঔষুধ দিনে রাতে,
বিষে ভরা মানব জীবন
কাটে খুব দুঃখে।

ফিরে যদি পেতাম আবার
অতীতের সেই দিন,
কত সুখে ছিলাম মোরা
ভালবাসার মাঝে।

মন্তব্য করুন