Skip to content

অচেনা গ্রহ – তাপস ঠাকুর

যাকে ভেবেছি সভ্যতা,
কেন তার বিন্দুতে বিন্দুতে
মানুষের রক্তের দাগ ?
যাকে বলছি বিশ্বায়ন,
কেন তার চোখ ভরা লোভ ?
বাজার দখলের হিংস্র ধাবায়
কেন প্রতিটি জাতি বিপন্ন প্রায় ?
পশু আর হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে,
যাকে অস্ত্র বলেছি,
সে কেন শিশুদের চোখ উপরে নেয় ?
সে কেন ধ্বংস লীলায় মাতোয়ারা সারাক্ষণ ?
যাকে নেতা বলেছি,
সে কেন পাইক পেয়াদার মত,
আমার উঠানে ঢোলে বারি দেয় ?
যাকে বিজ্ঞান বলেছি,
সে কেন অজ্ঞানের মত ভয়ানক হয় ?
যাকে ডাক্তার কিংবা উকিল বলেছি,
সে কেন ডাকাতের মত,
নিঃস্বকে আরো নিঃস্ব করে দেয় ?
এ কেমন বিশ্বাসঘাতকতা !
নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা,
এ কী বরবতা নয় ?
এ কী হিংস্রতা নয় ?

এই সবুজ গ্রহটিকে,
প্রতিটি মুহূর্তে দুষিত- অচেনা মনে হয় এখন ।
এখানে প্রতিটি জীবন এখন অনিশ্চিত ।
এ গ্রহ বাসযোগ্য নয় আর ।
এসো প্রত্যয়ী হই
এক নতুন পৃথিবী গড়ার,
যেখানে লোভ-হিংসা,
অথবা কোনরূপ কোন বিদ্বেষ নেই।
বর্ণভেদ কিংবা- নেই কোন শ্রেণী সংগ্রাম ।
ঠিক আমার স্বপ্নের কবিতার মত ।
সমতা ও শান্তির পবিত্র বিশ্বাস নিয়ে,
উড়ে যাব –চলে যাব,
সেই গ্রহে-সেই স্বপ্নে ।

3 thoughts on “অচেনা গ্রহ – তাপস ঠাকুর”

    1. তাপস ঠাকুর

      আমি তাপস ঠাকুর। ২০১৪ সালে কবিতা ককটেল ওয়েব সাইটে আমার সর্বপ্রথম কবিতা প্রকাশিত হয়। ‘স্বাধীনতা’ ও ‘অচেনা গ্রহ’ কবিতা টির আবৃত্তি ইতিমধ্যে, ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্য ক্রমে, আমার ফেইসবুক আইডি এখন বন্ধ রয়েছে। ব্যাক্তিগত জীবনে আমার একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সাহিত্য ঠাকুর। আমি একটি ব্যাংকে ফরেন ট্রেড অফিসার হিসেবে কর্মরত। আমার যোগাযোগের ঠিকানা,
      [email protected]

  1. তাপস ঠাকুর

    আমি তাপস ঠাকুর। ২০১৪ সালে কবিতা ককটেল ওয়েব সাইটে আমার সর্বপ্রথম কবিতা প্রকাশিত হয়। ‘স্বাধীনতা’ ও ‘অচেনা গ্রহ’ কবিতা টির আবৃত্তি ইতিমধ্যে, ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্য ক্রমে, আমার ফেইসবুক আইডি এখন বন্ধ রয়েছে। ব্যাক্তিগত জীবনে আমার একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সাহিত্য ঠাকুর। আমি একটি ব্যাংকে ফরেন ট্রেড অফিসার হিসেবে কর্মরত। আমার যোগাযোগের ঠিকানা,
    [email protected]

মন্তব্য করুন