Skip to content

অঙ্গীরা

নীর আর নীড়ের মাঝখানে,
আজ থেকে হাঁটবো, সিদ্ধান্ত।
ধ্রুবতারা ছিঁড়ে গেছে কাল।
কালের ঘরে হাসি রেখেছি বন্দক।

ঝুলিয়েছি তালা,হারিয়েছি চাবি,
সিন্দুক ভরেছি ভালোবাসায়।
আজ থেকে ভালোবাসা অন্ধ।

হাত ধরে পার কোরোনা।
আমি নষ্ট মেয়ে হবো না।

মন্তব্য করুন