Skip to content

অকেজোর গাছ – সুবীর ভট্টাচার্য্য

বৃষ্টিতে দাঁড়িয়ে এক দোকানের শেডে
অবিশ্রান্ত বারিধারা কবে যে থামবে?
দমকা হাওয়ায় ভিজছি বৃষ্টির ছাটে,
জনা দশেক জড়সড় দাঁড়িয়ে
মাঝখানে নিরীহ তিন কুকুরও
জড়সড় ভিজে, ল‍্যাজ গুটিয়ে।

সামনে রাস্তায় জমেছে জল,
গাড়ির চাকার ঢেউয়ে টলমল,
প্যান্ট গুটিয়ে, হাতে জুতো নিয়ে,
হ‍াঁটু থেকে নিচে সবটাই ভিজে,
জামাটা একটু হয়েছে স্যাঁতসেঁতে
মোবাইলটাও গেছে জলে ভিজে।

রাস্তার জলে ঝির ঝির ঝির
শেডে যারা ছিল হলো অস্থির
আমি আর কুকুর গায়ে গায়ে লেগে
এমন সময় আমি, অকেজোর গাছ,
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি ভিজব না আজ
বৃষ্টিটা থামুক, তবেই বাড়ি যাব আজ।

(বিবিধ কবিতা)

মন্তব্য করুন