Skip to content

হৃদয় ভাঙার শব্দ

মাথা তোমার নত কেন, চোখে তোমার লজ্জা কিসের
তোমার কোনো দোষ ছিলো না
আমার পানে তাকিয়ে দেখো আমি আজও দাঁড়িয়ে আছি
সেই যেখানে হাত ছেড়েছ
সকাল বিকেল টিউশনি যাই পাথর চাপা রাত্রি নামে
চাকরি আমার হয়নি আজও
ভেবেছিলাম আমায় ছাড়া ভাবতে তুমি পারবে না আর
তুমি কিন্তু ঠিক পেরছ।
স্বপ্ন দেখতে দোষ কি বলো ঘর বেঁধেছি তোমার মতো
হঠাৎ কেমন আমার বুকের কঠিন অসুখ সেরে গেছে
আমার ঘরে চাঁদ নেমেছে মধ্যরাতে
ঠিক তখনই বাইরে দেখি দাঁড়িয়ে আছো অন্ধকারে
নত মুখে কি চাও তুমি?
একদিন তো সব ছেড়ে ওই হাত রেখেছো অন্য হাতে।
জেগে উঠে পাগলপারা তোমায় খুঁজি এদিক ওদিক
তুমি তখন হারিয়ে গেছ ভুল ঠিকানায় সুখের খোঁজে
এই বুঝি বেশ ভালো হলো একলা জীবন বেহিসেবি
ইচ্ছে হলে ঘরে ফিরি নইলে আকাশ মাথার উপর জোৎস্নারাতে তারা গুনি
বুকের ভিতর বৃষ্টি নামে তুমি জানি পাওনি খবর
আজ দাঁড়ালে সামনে যখন সব অভিমান উধাও কেমন
নতুন করে আবার হঠাৎ হাত বাড়াতে ইচ্ছে করে
গল্প আবার লিখবো বলে ঝাঁপ দেবো যেই ঠিক তখনই
ভাগ্য দোষে সেই সেদিনের হৃদয় ভাঙার শব্দ শুনি।

মন্তব্য করুন