Skip to content

হিরু মিয়ার বউ — নজরুল ইসলাম খান

হিরু মিয়া বিয়ে করে নিয়ে এলো বধূ ।
বধূ তো নয় কাজে যেন আস্ত পাকা কদু ।
হিরুর বউয়ের গায়ের বরন আলকাতরার ঐ হাঁড়ি।
সূর্য ডোবে অন্ধকারে ঘুরলে- ফিরলে বাড়ি।
মুখটি দেখতে প্যাঁচার মতন মাথার চুল সব ন্যাড়া।
পা দুখানা টেনে হাটে চোখ দুটিও ট্যারা ।
মুখের কথা মিষ্টি এমন মানুষ পালায় দূরে।
ভালো কথা বলতে যেয়েও ঝগড়া দেয় সে জুড়ে ।
হাতের রান্না কী আর বলব অমৃতের স্বাদ যেন।
একবার খেলে আর খাবে না মরে গেলেও হেন ।
দেহ থেকে বের হয় যেন কস্তুরিরই ঘ্রাণ।
লোকেরা সব রুমাল মুখে পালিয়ে বাঁচায় প্রাণ।
ছেলেপিলে ঘর ভরে তার আছে যে এক কুড়ি।
একটা কাঁদে একটা হাসে একটা দেয় সুড়সুড়ি।
হিরুর প্রিয় বউটি যখন যায় অত্যধিক রেগে ।
কাস্তে হাতে তেড়ে আসে কড়মড়িয়ে বেগে ।
ঘরের জিনিস ভাংতে থাকে দু’হাতে মন ভরে ।
ছেলেমেয়ে ছুড়ে মারে ব্যাঙের মত ধরে ।
হিরু তখন জীবন বাঁচায় মুখে দিয়ে ঠুসি ।
বউয়ের এমন ভালবাসায় হিরু তবু খুশি ।
রূপে -গুণে বউ যার এমন কেমনে হয় সে দুঃখী?
বউ নিয়ে তাই হিরু মিয়া আছে বড্ড সুখে।

০৬/০৯/২০২৩
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন