Skip to content

হারানো আমি

অপেক্ষা আজ- শুধু তোমার দুই বাহুর পানে ,
চেয়ে থাকি রোজ, কখন তোমার আলিঙ্গনে ?
এ মৃতে ,নতুন প্রাণ ফিরিবে -ওই সঞ্জীবনে ।
নতুন নতুন অপেক্ষার ,যে সুধারস-
আমার প্রত্যেকটি ক্ষণ, করেছে অবশ –
তার সে শেষ কোথায় !সে কি শুধু তুমি ছিলে ?
মিথ্যে মায়ার বেড়াজালে ,বারবার বাঁধিলে ।
অবহেলা তার নিত্য নতুন ,আমার জীবন মাঝে –
দিনমণি হারানো সাঁঝে ।
হাজার আলোর বাতি, সে স্বপ্ন মোর –
নিভে গেছে আজ, ঘিরেছে ঘুমঘোর ।
স্বপ্নলোকে লিখেছি, যে রম্য প্রেম কথা-
আঁকছে চিত্ত চিত্রপটে, সে পুরনো ব্যথা ।
রাস্তার ধার, দেখা হল সাথে তার ,
জানলার অর্গল ভাঙি, বাতাস বহিল আবার-
তবু , রুদ্ধ তারি হৃদয় দ্বার ।
দ্বারের বুকে , হাতখানি ওই ঠুকেছি কতদিন,
লোহিত হাতে ,লোহার দ্বারে , দেবী দেখা হীন ।।

মন্তব্য করুন