Skip to content

হায় রে শিক্ষিত মানব সভ্যতা— বৃষ্টি মেঘকন্যা

ধুলোর সাথে মিশে যাওয়া মানা
বিষাক্ত বারুদের গন্ধ দিচ্ছে হানা

মানবো না মোরা কোনো নিষেধ করব জটলা
খেলব ক্রিকেট, করব বাজার যদিও পড়ে পরুক আছলা
করতালি নয়, ঘন্টা কাসর, ব্যান্ড বাজাব তাও আবার রাস্তায়
‘করোনা’ যেন বিয়ের নেমন্ত্রণ, ভিড়ে নামতে মুখোশ থাক আওতায়

মুখোশে কি আর আসে যায়, এমনিতেই ‘করোনা’ করবে করুনা আতিথিওতা
ধিক্কার জানাই জনগণের এই আচরণ, লজ্জা শুধু মুখ লুকায় এ কেমন মানব সভ্যতা?
আমরা নিজেদের বলি – উন্নত মানব জাতি উন্নত সভ্যতা
আমার দেশ আমার গর্বে বুক খাসা একেই বলি কি শিক্ষিত মানবিকতা…?

মন্তব্য করুন