Skip to content

হাট্টিমাটিম- ঝুনাসবুজ

ত্রিনয়নে নয়নতারা
মনের ভিতর সুধা
সব বুঝছি বলেও জানি
বুঝেছিলাম আধা,

কলধ্বনি জলের নাকি
জনজোয়ার ছিল
একবিংশ শতাব্দীতে
তার কি মূল্য বল,

জলের ভিতর হাত ঢুকিয়ে
ঝিনুক আনতে পারি
বলতে পারে এমন মানুষ
হারায় তাড়াতাড়ি,

কিম্বা আবার দু’ ভাই বোকা
কিংবা চালাক চতুর
আমরা হাসি খিলখিলিয়ে
দিনগুলো চূরচূর,

চারিদিকে আনন্দগান
সুখের ভালো লাগা
মিলেমিশে হট্টরোলে
আনন্দে রাত জাগা,

হাঁসের ঘরে হাত ঢুকিয়ে
ডিম খুঁজে আনা
নদীর জলে গা ডুবিয়ে
স্রোতের জানাশোনা,

মোলপুরে এক দুপুরবেলায়
খড়ের গাদা ঘরে
দেখতে গেলাম মাটির মানুষ
সবাই ঘুমের ঘোরে,

স্বপ্ন সুখ আকাশ কুসুম
এবং বিকেলবেলা
সব ভুলালো নতুন শতক
এবং করোনা বেলা,

///////১৬/০৪/২০২১////

মন্তব্য করুন