Skip to content

স্মৃতি – মৌমিতা পাল

চিলেকোঠার ঘরটাতে পা দিলেই ,
ছড়ানো ছিটানো খেলনা গুলিকে
হাতের মুঠোয় নিলেই,
আমার শৈশব হুড়মুড়িয়ে সামনে আসে ।

গোপনে রাখা ধূসর বাক্সের স্মৃতিগুলো
হাতড়াতে হাতড়াতে ফিরে আসে
আমার ফেলে আসা স্মৃতি মুখর দিনগুলো।

স্বপ্নের আধারে হারিয়ে যেতে যেতে
আমি খুঁজে পাই কত স্মৃতির মুহূর্ত ,
কত মন কেমন করা দিনের কথা
আমার স্মৃতির মাঝে এসে
আমায় করে তোলে বিমূর্ত।

এমনি করেই স্মৃতির অতলে
তলিয়ে যেতে থাকি বারবার ,
স্মৃতির অনুষঙ্গ গুলি সামনে এসে
হঠাৎ হঠাৎ মনকে করে তোলপাড়।

কবিতা — স্মৃতি
মৌমিতা পাল

মন্তব্য করুন