Skip to content

স্মৃতিরপটে – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

কি সুখে আছি বন্ধু এ জগৎ মাঝারে?
কত দুঃখ যন্ত্রণা শিখা সাজানে অন্তরে!
যদি ফিরে যাই অতীতের স্মৃতির পাতায়
সোনালী দিন গুলোর স্বপ্নময় দিন কাঁদে
যেখানে রাখে ছিলাম জীবনের প্রথম বসন্ত
আজ তা মনে পড়ে দুঃখের ঝংকার সুরে।

সবুজ শান্ত কোমল সিদ্ধ নদীর জলে
স্নান করেছি সেদিন মধুর পরশে জাগে,
দুপুরে বটের ছায়ায় ক্লান্ত শরীলে গভীর
আনমনে ভেবেছিলাম তোমাকে নিয়ে
সেকথা মনে পড়ে শুধু স্মৃতিরপটে।

প্রেমের বাঁধনে বেঁধেছিলাম কি মায়া?
শিমুল পলাশ রক্তজবা যেমন ফোঁটো
বসন্তের কোকিল ডাকে মধুর সুরে!
স্বপ্ন বাঁধানো গীতিময়ী দিন কোথায় গেল?
ছিঁড়ে ফেলে দিলে তুমি স্বপ্নের ফুল ভুলে।

করেছি কত কামনা-বাসনা অন্তর্যামী
তাড়িত মেঘের স্বপ্নিল রঙিন সুখের বৃষ্টি
মনের গহিনে গোপনে না বলা কত কথা
রয়ে গেল শুধু নির্জনে,হলনা বলা কখন
পৃথিবীরূপে মুগ্ধ নয়নে দেখেছিলাম আমি
তোমাকে নিয়ে থাকবো চিরকাল একসাথে।
নয়নে নয়ন রেখেছিলাম আজ তা স্মৃতিরপটে!!!

মন্তব্য করুন