Skip to content

স্মৃতিপটে – প্রভাত মণ্ডল

  • by

কোন এক শ্রাবনের ঝুলন জ‌্যোৎস্না স্বচ্ছাকাশে ছিল বাদলা মেঘের আনাগোনা
তোমার শরীরের সুগন্ধী পারফিউমের ঘ্রানে
বাতাস ছিল গন্ধে সম্পুর্ণা
তোমার কাজল কালো দুষ্টু নয়ন
পলাশ রাঙা ওষ্ঠের সঞ্চালন
হাতে কঙ্কনের কিনি কিন
বটবৃক্ষের ঝুড়ি ন‌্যায় এলোকেশী
হয়েছে আজ স্মৃতিপটের দর্পণ
কালচক্রের অলিখিত নিয়ম
মনের ক‌্যানভাস বড়ই বির্বণ
হৃদয়ের না পাওয়ার যন্ত্রনায়
স্বপনে খুজেফিরি নীরু তোমায়
স্রোতস্বনী সময় যায় বয়ে
স্মৃতিগুলি পাড়ে যায় রয়ে।

মন্তব্য করুন