Skip to content

স্বাধীনতা – প্রভাত মণ্ডল

  • by

তুমি আসবে বলে
গোলাপ বিছানো ছিল স্বপ্নের চাদরে
তুমি আসবে বলে
বাদলা মেঘের কঙ্কণ বেজেছিল
রিমঝিম রিমঝিমিয়ে
তুমি আসবে বলে
জোনাকিরা জ্বেলেছিল আলো রাতে
তুমি আসবে বলে
তারারা সারা রাত বসেছিল জেগে
তুমি আসবে বলে
বিহানবেলায় আকাশ রেঙেছিল
পলাশ রাঙা রঙে
তুমি আসবে বলে
পালের হাওয়া লেগেছিল
২১শের ঢলে
তুমি আসবে বলে
পাগলা বাউল ধরেছিল
“একবার বিদায় দে মা” অপূর্ব এই তান
তুমি আসবে বলে
হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করেছিল
ভগৎ সিং ক্ষুদিরাম
তুমি আসবে বলে
দেশ মৃত্তিকা করেছিল রক্ত স্নাত
তুমি আসবে বলে
স্তব্ধ ছিল মায়ের বুকফাটা ক্রন্দন
তুমি আসবে বলে
সেদিন ছিল কত আয়োজন
অবশেষে তুমি এলে
” স্বাধীনতা”
দিনটা ১৫ই আগষ্ট, ১৯৪৭ সন।

মন্তব্য করুন