Skip to content

সোনালী দিন

মাস্টার মশাই ভীষণ রাগী,
চশমা নাকের ডগায় …!
পড়াশুনায় অমনোযোগী
কানধরে ওঠায় -বসায়..!

পথের ধারে বাবু”র বাগান
মস্ত বড় পাঁচিল !
ফুল চুরিতে পড়লে ধরা
পাহারাদারের চড়- কিল!

ভরা রোদে লাটিম ঘুড়ি
আমসত্ত্ব ঝাল,
দল বেঁধে খই-দই
ভোরের কুড়ানো তাল!

ধূলো উড়িয়ে স্কুলের পথে
চোর-পুলিশ খেলা,
দৌড় ঝাঁপে,মিলি একসাথে
ছুটির দুপুর বেলা!

কলা মান্দাসের ভেলায়
এপার ওপার জলে,
পুকুর পাড়ে ডাঙগুলি
জনা কয়েক ছেলে!

হারিয়ে গেছে ওই সব দিন
খুঁজে পাওয়া ভার ,
ছোট বেলা কাঁদায় শুধু
আধুনিকতার চিলেকোঠায় !

মন্তব্য করুন