Skip to content

সুবিমল বাসক-এর কবিতা “২৬ নং রাস্তা”

২৬নং রাস্তার চৌমাথায় আইয়া দেহি
ম্যায়ামানুষ খাড়াইয়া আছে সটান
শরীল লইয়া আওগাইয়া আহে, পুরুষের হুম্‌কে
আমি আঙুলের ইশারা করতেই খোলস্‌ ছিড়্যা বাইরইয়া পড়ে লাল ফুল
সোন্দর পাপড়ি ছিড়্যা দাঁতে চাবাইয়া দেহি,
অহন আর কুনো সোয়াদ পাই না
গাড়ীর লামাৎ কেউ চাপা পড়লেও অস্‌থির হই না
এই শহরের নিশ্বাসে আমার কইল্‌জা পুইড়্যা গেছে

আন্ধারে কেবল বিড়ালের লাল চক্ষু জ্বল জ্বল করে

মন্তব্য করুন