Skip to content

সুবিমল বসাক-এর কবিতা “বিয়ার গীত”

ম্যায়ার মা লো পেঁচুরনি
ম্যায়ার বিয়া দিবি নি
ম্যায়া বইলো নদীর কূল
ফুইট্যা উঠলো চাম্পা ফুল
চাম্পা ফুলের গন্ধে
জামাই আইলো আনন্দে
খাওরে জামাই বাটা’র পান
সোন্দরীরে কর দান
দানে বইলা পাইলা কি
হুতার কাপড় হরতোকি
ম্যায়া আমার দুধের সর
কেম্‌তে লো ম্যায়া করবি পরের ঘর
পরের পুতে মারবো
ভাই গিয়া দেইহা হাইবো
বাপে গিয়া লইয়া আইবো।

মন্তব্য করুন