Skip to content

সুখের সন্ধানে

বসন্তের শুরু হয় সুখ ঘন মুহূর্ত দিয়ে
গাছে গাছে সবুজ পাতা আর ফুলে ফুলে
সুসময়ের কত পাখি যায় নেচে গেয়ে
মৌমাছি উড়ি উড়ি মধুর প্রলোভনে
বসন্তের শেষ হয় চৈত্রের তক্ত দাহে
সুখের সময় তখন বুক ফাটা চৈত্রের দখলে
প্রলয় ডাকে বার বার সুখ না পাওয়াতে
চৈতালী হাওয়া বলে কি প্রয়োজন ছিল এই সুখের?
ক্ষনিকের সুখের জন্য এখন দুঃখ পেতে হবে
যে ফুল ফুটালে তুমি এতো ভালবেসে
একাকার হয়ে যাবে বৈশাখী ঝড়ে
হাড়ানোর ভয়ে চৈত্রের বুকে উষ্ণ হাওয়া বহে
তবুও সে বাসা বাধে ফুলে আর ফলে
সবকিছু চূর্ণ বিচূর্ণ হয় কাল বৈশাখীর ক্ষুধা নিবরনে
তারপর আসে আষাঢ় স্মৃতি চারণে
কান্নায় ভেঙে পরে বসন্তের স্মরণে
বসন্ত দেয় না ধরা বড় অভিমানে
অভিমান ভাঙাতে আগমন গঠে শরৎ ও হেমন্তের
শরতের কাঁশ ফুল বলে এসো বসন্ত আমার সাদা বনে
হেমন্ত ডাকে বসন্তকে পিঠার আমন্ত্রনে
সুখ সকলেই চায় দেয় না কারো ধরা
শীতের পরে আসে বসন্তের খড়া।

মন্তব্য করুন