Skip to content

সস্তা

যুগের হাওয়ায় তাল মিলিয়ে
খুঁজছে সবাই বিকল্প,
কোথায় আছে কম দামি সব
কোথায় সস্তা প্রকল্প।

নুতন যুগে নাইলন তো
সস্তা হলো সুতোর চেয়ে,
পাটের জিনিস উধাও হল
প্লাস্টিক কে সস্তা পেয়ে।

সস্তা হলো পোশাক গুলো
টেরিকোট বা ভয়েল পাই,
রবার জুতো সস্তা এখন
চর্ম জুতো অচল তাই।

খাদ্য এখন সস্তা ভীষণ
সার ওষুধের অধিক ডোজে,
প্লাস্টিক ডিম বিকল্প হয়ে
ঠাঁই পেয়েছে মোদের ভোজে।

শৈশব নাকি সস্তা হলো
কোচিং ক্লাসও অনলাইনে,
সুরক্ষা সবার সস্তা করতে
শিক্ষা গেল লকডাউনে।

সস্তা হলো জীবন-যাপন
সস্তা হলো মানব মন,
সস্তা হলো খরচ যখন
বাড়তে থাকুক জমানো ধন।

উপদেশের নেই প্রয়োজন,
নেই প্রয়োজন বুদ্ধিজীবী;
দরকার হলে লাগিয়ে নেবো
মেমোরি কার্ড ষোলো জিবি।

বুদ্ধি এখন সস্তা ভীষণ
কেউ ছোটেনা কারূর কাছে,
হোক প্রয়োজন যখন তখন
নিজের ফোনেই গুগুল আছে!

যৌবনের গন্ডি ছুঁয়েই শরীর
যখন সস্তা খোঁজে,
দৃষ্টি তখন আটকাতে চায়
সস্তা কোনো দেহের ভাঁজে।

কেইবা তোমায় করবে বারণ
সস্তা যখন রাষ্ট্র আইন,
সুন্দরীরা মন টেনে নেয়
মিথ্যা তখন আইনস্টাইন।

ফ্যাশন, মডেল সস্তা ভীষণ
সুরক্ষা যাক জাহান্নামে,
আসল গুলো বাদ দিয়ে তাই
নকল কিনি সস্তা দামে।

দূষণ ভরা জগৎ ছেড়ে
মঙ্গলেতে করবো বাস,
মরছে মানুষ সস্তা খুঁজে
মনের মধ্যে বিকল্প ত্রাস।।

মন্তব্য করুন