Skip to content

সর্বনাশা যৌবন

যৌবন তুমি বড়ই সর্বনাশা,
যেদিন এসেছিলে এ ঘরে।
ছোট্ট দিনের সব স্মৃতি তুমি-
কেড়ে নিলে এক নিমেষে।

দাও ফিরিয়ে দাও আমাকে সেই দিনগুলি,
মায়ের কোলেতে ছিলাম যেদিন।
বাবা আমায় যেদিন বুকে নিয়ে-
     কপালে খেত চুমু,
আমাকে ফিরিয়ে দাও সেই হারিয়ে যাওয়া দিনগুলো।

তোমাকে তো নিমন্ত্রণ নিয়ে আনেনি,
অদম্য সাহস আর দিকতময় কৌতূহল নিয়ে-
বেহায়ার মতো এসেছো ঘরে।
দৌড়-ঝাঁপ গোল্লাছুট আরো কতই না খেলা
হে যৌবন, তুমি আমাকে নিয়ে যাও সেই বেলা।

চলেই যদি যাবে কেনো এসেছিলে ঘরে,
যাওয়ার সময় কেনো আবার সবই নেও কেড়ে।
লজ্জা কী করেনা তোমার?সব কেড়ে নিতে,
দিয়ে যাও সেই দিন আমায়-
অদম্য সাহসের সাথে যেদিন ভয় কে করেছিলাম জয়।

আজ কেনো চলে গেলে জীবনের শেষবেলা!
আরেকবার এসো ফিরে লন্ডভন্ড এ ঘরে
ঘরখানি মোর একা পড়ে আছে পাইনা তোমার দেখা-
হে যৌবন, দেখছো তুমি কতো নিষ্ঠুর কতো সর্বনাশা।

     সমাপ্ত

মন্তব্য করুন