Skip to content

সময় বিচার – সুবীর মন্ডল

  • by

সময়ের বেড়ি পরানো পায়ে,
জীবন ভীষণ গতিময়।
চক্রব্যূহ অস্তিনে গুটিয়ে,
সামনা সমন্বয়ে।

অতীত আগামী, আগামী অতীত
চুল চেরা বিশ্লেষণ, জীবন পতিত।
আলো আঁধারি, মায়াজাল,
ধুলায় লুটায়,আসে যখন অন্তকাল।

আমার-তোমার, তোমার-আমার
চাওয়া-পাওয়া সকল অসার।
সবই যে যার,
বৃথা চেষ্টা, শুধু সময়ের বিচার।

মন্তব্য করুন