Skip to content

সময় হলে — নজরুল ইসলাম খান

লেখার উপজীব্য অনেক কিছু আছে ,
সাহস করে শুধু বসলে হয় ।
তবু সব কিছু যায় না লেখা,
অন্তরে লাগে বিরাট ভয়।
মাথার উপরে বসে আছেন যিনি ,
বেজার হলে দিবেন দ্ন্ড।
আমাকে ছাড়াতে কার আছে তেমন ,
কলিজা – মাথা- স্কন্ধ ।
মুখে সবার তালা লাগানো,
দেয়ালেরও নাকি আছে কান ।
তাই সব কিছু দেখেও সবাই ,
না দেখার এখন করে ভান ।
বড় বড় মহারথী যখন ,
ভয়ে যায় সব এড়িয়ে ।
আমার মতন ছা পোষার তখন ,
কী দরকার আগ বাড়িয়ে ।
কলমে লাগালাম মুখ, আর
খাতা করলাম বন্ধ ।
লিখব না আর কোন কিছু তার,
যতই দেখি মন্দ ।
চলতে থাকুক আমারও তেমন,
সবার যেমন চলে ।
বলব একদিন সবার মতন,
বলার সময় হলে।

২৮/১২/২০২২

মন্তব্য করুন