Skip to content

সভ্যতার দাসত্ব ছেড়ে একদিন

এই সভ্যতা দিয়েছে যতো
তারো বেশি নিয়েছে কেড়ে ।

সময়, আবেগ, চিন্তা, প্রতিভা
সবই গ্রাস করে চলেছে
একের পর এক ।
নাকি নয় ?

ঠিক কবে মুঠোফোন এর
দুনিয়া ছেড়ে
নির্বাসনে গিয়েছি ?
ভুলে গিয়েছি ।

ঠিক কবে তোমায় ভেবে
দু’চার লাইন কবিতা
লিখেছি ?
ভুলে গিয়েছি ।

এই যে এত বর্ণাড্য সভ্যতা
পাথুরে আর ইথারনেটের
বুনটে জালের
বাইরে বেরিয়ে এসে
তোমার পথে দু’পা বাড়িয়েছি ,
হাতে হাত রেখেছি
নয়তো বিকেলের আকাশ দেখার
আমন্ত্রণ জানিয়েছি , ভুলে গিয়েছি ।

দিনের পর দিন – বিশ্ব – মানবকুল
যেন ছাকন কাগজে আটকে পড়া ধাতব চূর্ণ ।
চাইলেই , বিদ্রোহী হলেই কি
আদো আছে মুক্তি ?
একেবারেই না ।

ফিরে যেতে পারবেন ?
এই সভ্যতার কারিগড় দের সবকিছু
তুচ্ছ , হেয় , অবজ্ঞা করে
ফিরে যেতে ?
ফেলে আসা মুঠোফোন, ইথারনেট হীন
বইয়ের পাতার গন্ধে ?
বকুল , হিজলের মাঠে ?
কিংবা নদীর নাভিতে
ঘর্ষণে ঘর্ষণে মেলা জলতরঙ্গের সুরে ?
মনে হয় না ।
সেই সময় কে দিবে ?
নিজেকেই তো দেওয়ার সময় আমাদের নেই ।

#লিখা – কামরুল হাসান
২১ মে ২০২০ / ভোর ৪ টা ৩২
© https://www.facebook.com/kamrul.romeo

মন্তব্য করুন