Skip to content

সন্ধ্যেতে ভয় নেই!

হৃদয়ের একপাশে মাঘের মিঠে রোদ্দুর
অপর পাশে পড়ন্ত বিকেলের বার্ধক্যজনিত রোদ!
তবু কেন তোমার সন্ধ্যেতে ভয়!?

কেন তিমির রাত্রির আতঙ্কে তোমার মুখে নেমেছে খ্রিস্টপূর্ব অন্ধকার!?
অথচ,গোধূলী দেখে তো তোমার চোখে নামার কথা ছিল রঙিন জলপ্রপাত!
মনের সরোবরে ভাসার কথা ছিল স্বপ্নীল বুনো হাঁসের!
কোন সুখের অসুখে মেঘের মেয়ে তুমি ধ্রুবকাল দিবসের কারাগারে আটকে থাকতে চাও?!
চেয়ে দেখো,রাত্রির বুকে জোনাকিরা প্রতিরক্ষারত!
তুমি দেখতে পাচ্ছোনা?
কবির কলম থেমে গেছে!
সদ্য গোফের রেখা জন্মানো ছেলেটির হৃদয় থেমে আছে!
বিপ্লবী আলোকমশাল হাতে অনড় দাঁড়িয়ে আছে!!
মেঘের মেয়ে তোমার জীবনে সন্ধ্যে আসুক!!
মেঘের মেয়ে চেয়ে দেখো তোমায় ডাকছে ধ্রুবসন্ধ্যা!

মন্তব্য করুন