Skip to content

সংগতি – উত্তম চক্রবর্তী

ছেলেটাকে নিয়ে গেলাম
উত্তরাতে ঘুরতে,
যেতে যেতে পথ চেনালাম
যেন পারে চলতে।

আসার সময় বললাম তাকে
নিয়ে যাবে আমাকে,
দেখি তোমার বুদ্ধি কতো
পথ চেনাবে বিপাকে!

কিছুদূরে আসার পরে
বলে আমায় কোনদিকে?
বলি আমি চিহ্ন রাখ
যখন যাবে যেদিকে।

ঠেকলে পরে চিনে যাবে
আসা-যাওয়ার দুনিয়ায়,
কারো জন্য কেউ ঠেকেনা
রবে না তার অন্তরায়।

স্রষ্টা তাঁর এই জগতটাতে
দিয়েছে সব মহিমা,
চালাক বোকা সবই আছে
সংগতিতে সধর্মা!

তাং – ১৪/০৬/১৮

মন্তব্য করুন