Skip to content

শ্রেষ্ঠত্বে মা

হয়তো হারিয়ে যেতাম মায়াবী এক দেশে …,
পেলাম আমি মা”য়ের দেখা সূর্য ডোবার শেষে !
আঁচল হাওয়ায় ঘুমপাড়ানি হাতের স্নেহ পরশে,
“আমার সোনা,চাঁদের কণা”দোলায় “মা” হরষে !
কাক-ভোরে ডাকে মায়, ওঠো… খোকন জাগো,
মেলেছি নয়ন,দেখেছি ভূবন,বুকে আগলে রাখো!
দুষ্টুমির পাগল পনায়, জ্বলনে শরীর পোড়ে,
মায়ের হাসি, চোখের পাতায় অকাল শ্রাবণ ঝরে!
অতীত স্মৃতি পড়লে মনে কাঁদে মায়ের মন ,
হাতটি ধরে চলতে শেখা, প্রথম কথোপকথন !
অ, আ,ক,খ- সহজ পাঠ, মা”ই শিক্ষা গুরু,
আমার সুখে,আমার দুঃখে মা”ই শেষ মা”ই শুরু !!!!

মন্তব্য করুন