Skip to content

শেষ আলিঙ্গন -তূর্য অমিত

বালুচুরি শাড়ী পরে মেঘেরা আজ সাজে ৷
তোমায় দেখে ঘুঙুর পরে কুটিকুটি হাসে ৷
অনেক বছর দাড়িয়ে আছি, সাদা বাড়ির পাশে ৷
জানলাগুলো খোলা আছে, তোমার মুখটা ভাসে ৷
তুমি বলেছিলে কেমন আছো ? আমায় ভাবো নাকো!
আমি বলেছি ভালই আছি, তোমার মতই থাকো ৷
বলছো তুমি হাসছি আমি, থামছে না‘কো কথা ৷
বছর দশেক গড়িয়ে গেলো, মনে নেই আজ ব্যাথা ৷
চুপটি করে হাতটি ধরে বসলে কাছে আলতো করে,
চোখের কোনে রাঙিয়ে নিলে অস্তরাগের রং ৷
তোমার কাছে এই আমার শেষ আলিঙন ৷৷

মন্তব্য করুন