Skip to content

শেকড়- দেবজ্যোতি কুণ্ডু

  • by

যখন তুমি অনেক ভীড়ে
অনেক পথে ঘুরছ ফিরে
অনেক সুরে গাইছ গান;

যখন তুমি অনেক আলোয়
অনেক ভালোয় যাচ্ছ নিয়ে
অনেক মশাল কততো রঙ;

যখন তুমি আপন মনে
ইটের পরে ইটটি তুলে
দিচ্ছ চাপা নিজের ঘর;

যখন তুমি মরছ খুড়ে
ইট-পাথর, পোড়া মাটির খোঁজে
পরত পরত বসুন্ধরা-
তখন তুমি ব্যস্ত অনেক
মায়াহীন, নীরেট,

যখন তুমি বডড একা
ছোটটো কোনে অন্ধকারে
ঘর গুলো কি দেখেছ খুড়ে-
কী গান গেয়েছিল জননী তোমার
যখন ভাঙলে আঁধার
এক ভোর বেলা?

মন্তব্য করুন