Skip to content

শান্তি – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

মনের ইচ্ছায় স্বপ্নে ভাবি
পাখি হয়ে উড়ে যাব বনে,
বনের সবুজ তরুলাতায়
বাসা বেঁধে দিন কাটাবো সুখে।

মুক্ত আকাশ নীল আকাশে
মেঘের কোনে ছাদ,
উড়ে উড়ে মেঘের ভেলায়
কাটিয়ে দিবো রাত।

স্বপ্ন দেখি বনে আগুন
পুড়ে গেছে ডানা,
মরি মরি মরিতো না
একি বিষণ জ্বালা।

শহর গ্রাম,নগর বন্দর
কোথায় শান্তি নাই,
শান্তি কেন থাকবে বনে
শান্তি গেছে স্বর্গে চলে।

মন্তব্য করুন