Skip to content

শহুরে জীবন=প্রভাত মণ্ডল

রক্তপাত, বরর্বতা, ব‌্যাভিচার, মৃত‌্যু, আগুন
স্ম‌্যাটসিটি আপডেটের জালে আবদ্ধ শহুরে জীবন
কারোর পাশে কেউ নেই অসহায় মানুষ
কোথায় যে শেষ হবে এই প্রানের ফানুস
পাতা ঝরা হাড় কঙ্কাল বেড়নো ওই গাছটি
কতজনের ছিল আশ্রয় এখন কেউ তাকায় না ঘুরে
আত্মঅহমের বাসা বেঁধেছে অন্তর কোঠরে
ময়লা ময়লা ময়লা জমছে মনের প্ল‌্যাটফমএ
বিবেকের দল হেঁটে বেড়াচ্ছে অন্ধকার বধ‌্যভূমে
পায়ের উপর পা তুলে অট্টহাসি হাসে যমে
মৃত‌্যুর উলঙ্গ হাত কফিন তৈরী করছে তোমারই জন‌্যে।

মন্তব্য করুন