কবিতা ককটেল পাতায় আপনাকে স্বাগত। কবিতা ককটেল প্রথম দিন থেকেই নতুন লেখক-লেখিকাদের লেখা প্রকাশ করার জন্য বদ্ধ পরিকর। এখানে লিখতে গেলে আগে আপনাকে আমাদের নিয়মাবলী সম্পর্কে জানতে হবে।
প্রতিটি বিভাগের জন্য আমাদের আলাদা আলাদা পাতা আছে আপনি যে বিভাগে লিখতে চান, সেই বিভাগে গিয়ে আপনার লেখা প্রকাশ করতে পারবেন। নতুন লেখক-লেখিকারা প্রতিদিন একটি এবং আমাদের সাথে যুক্ত পূর্বের লেখক-লেখিকারা প্রতিদিন দুটি করে লেখা প্রকাশ করতে পারবেন।
আপনার লেখা মৌলিক ও নির্ভুল বানান সম্মত হতে হবে। এবং আপনি শুধুমাত্র বাংলাতেই লিখতে পারবেন। ইংরেজীতে বাংলা টাইপ করে লেখার অনুমতি নেই।
আমাদের পাতায় লিখতে নীচের যে কোন একটি বিভাগ বেছে নিন।
কবিতা লিখুন – শুধু মাত্র কবিতা লিখতে এই পাতায় ক্লিক করুন।
ছড়া লিখুন – শুধু মাত্র ছড়া লিখতে এই পাতায় ক্লিক করুন।
গল্প লিখুন – শুধুমাত্র গল্প লিখতে এই পাতায় ক্লিক করুন। আপনার গল্প যদি বড় হয় তবে তা ধারাবাহিক ভাবে লিখুন।
প্রবন্ধ লিখুন – শুধুমাত্র প্রবন্ধ লিখতে এই পাতায় ক্লিক করুন। আপনার প্রবন্ধ যদি বড় হয় তবে তা ধারাবাহিক ভাবে লিখুন।
রম্য রচনা লিখুন – শুধু মাত্র রম্য রচনা লিখতে এই পাতায় ক্লিক করুন। আপনার রম্য রচনা যদি বড় হয় তবে তা ধারাবাহিক ভাবে লিখুন।
উপন্যাস লিখুন – শুধুমাত্র উপন্যাস লিখতে এই পাতা ব্যবহার করুন। উপন্যাস ধারাবাহিক ভাবে লিখুন। একসাথে প্রকাশিত হবে না।
উপরিউক্ত বিভাগের বাইরে যদি কিছু লেখার থাকে তবে আমাদের ফেসবুক পাতায় জানান অথবা আমাদের মেইল করুন এই মেইল আইডি তে – kobitacocktail@gmail.com