Skip to content

লাস্ট ট্রেন — হীরক মুখোপাধ্যায়

অন্ধকার পিছনে ফেলে ট্রেনটা ঝাঁপিয়ে পড়েছে,
ঘোরতর অন্ধকারের বুকে,
ভিতরে আমি একা,
বাউল গানের রেশটুকু নিয়ে,
প্রেয়সীর ছবি হাতড়াই আর,
ভাবি কতটা গতি নিরপেক্ষ হলে,
ধরে রাখা যেত তার হাত,
অনন্তকাল —

মাঝে মাঝে গতিজব্দ হলেই বা,
মন্দ কী? তবু ভালোবাসা ধূলো আর কাদা,
বুক -পকেটের প্রতিবেশী হয়ে দিব্যি মজে যায়,
এভাবেই খ্যাপা ট্রেনে উঠে জানলার ধারে,
মাটি মাখা পর্ণমোচী সুর, দয়া করো —

জন্মান্ধ এই দু-চোখ ছুঁয়ে বলে যাও,
মানুষের আকাশ কেন এত রাত্রি ভালোবাসে l

মন্তব্য করুন