টাকা কড়ি ভরা থাক,
সবার পকেটে ।
গহনাটা শোভা পাক,
ঝুলানো লকেটে।
বিশ্বটা দেখা যাক,
বিমানে -রকেটে।
ভালবাসা টিকে থাক,
লুকানো ছকেতে ।
জীবনের অংকটা
মিলুক অল্পে ।
ক্ষণ গুলো লেখা থাক,
রঙিন গল্পে ।
০৪/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা
টাকা কড়ি ভরা থাক,
সবার পকেটে ।
গহনাটা শোভা পাক,
ঝুলানো লকেটে।
বিশ্বটা দেখা যাক,
বিমানে -রকেটে।
ভালবাসা টিকে থাক,
লুকানো ছকেতে ।
জীবনের অংকটা
মিলুক অল্পে ।
ক্ষণ গুলো লেখা থাক,
রঙিন গল্পে ।
০৪/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা