Skip to content

ম্রিয়মাণ – এবি রিয়াদ

  • by

পৃথিবীর সব জানালা আজ বন্ধ,
দীর্ঘশ্বাসে নেমে আসে অনন্ত অন্ধকার।
ফেকাসে হওয়া চাঁদের নিলিমা
নিঃস্তেজ, নিঃসংগতায় নিঃস্তব্ধ।
চিরচেনা মেঘগুলী চলেগেছে সেই কবেই,
কাশফুল যেন আর শরতের অধিকারে নেই।
দিগন্ত দূরে, খুজেফিরে দৃস্টির দ্যুতি,
ম্রিয়মান হৃদয়ের জমাটবাধা সব সৃতি।

পৃথিবীর সব জানালা আজ বন্ধ
বিলীন হওয়ার বিষাদে ‘হাস্যজ্জল বসন্ত’।
জীবনের আহবানে মৃত্যুর পথযাত্রা
চোখের কোনে অশ্রুবানে সময়ের থেমে যাওয়া।
হারানোর হাহাকার মিলিয়ে যাবে-
একদিন, সপ্নের মরিচিকা সংবর্ণে।
নীলকন্ঠীর নীল বেদনার সুর সর্বত্র
ধুসর গোধূলীর পরে দূর শুকতারার জন্য।

মন্তব্য করুন