Skip to content

মেঘের বাড়ি -তূর্য অমিত

চলো দুজন হাত ধরে আজ, মেঘের বাড়ি যাই ৷
বৃষ্টি আজি ভিজবে নিজে, মেঘ হারাবে খেই ৷
বসবো দুজন মুখোমুখি, করবে সবাই কানাকানি, বাদল ঝরে ঐ ৷
থোকা থোকা আম কুড়াবো, মেঘবালিকার সই !
পরবে পায়ে রূপোর নূপুর, কানের ঝুমকো লতা ৷
হাতের কাকন রিনিক ঝিনিক, কইবে মনের কথা ৷৷
লালশাড়িতে শ্যামবালিকা ,
কাজলা দিঘীর রূপ মালিকা,
উঠবে জেগে দুরন্ত প্রেম, অমনি যাবো ছুই ৷
ডাহুক ডেকে উঠবে আবার, কই গো তুমি কই ৷৷

মন্তব্য করুন