Skip to content

মুনাজাত – মোহাম্মদ মুজিবুল হক

তুলি বরাবরে রবের দুয়ারে
খালি হাত দুটি মোর,
অন্যায় শতো করছি নিত্য
কাটেনি পাপের ঘোর।

কত নিয়ামত আছে অবিরত
ধরণীতে ফুল ফল,
পিপাসার তরে দিলে নিজ করে
নদী সরোবরে জল।

মায়ের আদর পিতার কদর
দিলে ভাই বোনে মিল,
সুখে আর দুখে মিলেমিশে থাকে
খোশ হয়ে যায় দিল।

জগতের মাঝে নানা পাপ কাজে
সদা আমি ডুবে আছি,
তোমার দয়ায় করলে সহায়
অনাগত দিনে বাঁচি।

তুমি বিনে আর নেই তো আমার
আপন বলতে কেউ,
আমার মনেতে দিবস ও রাতে
জাগাও প্রেমের ঢেউ।

মন্তব্য করুন