Skip to content

মুদ্রিত আশ্রয়

রক্তক্ষয়ী এক যুদ্ধ হবে অভাব ও কবিতার মাঝে

কর্মহীন কবি হয়ে আছি বহুদিন

নগন্য,সহজে হতে পারি খুন অথবা নীরব খুনি।

গোল্লায় গেলেই বা কার কী তাতে?
#
কে তবে আগলে রাখে পৃথিবীর পথ
ক্ষুধাভারে যার কবিতায় পড়েনি মলিন ধুলো
#
কিভাবে সে লুকাবে তাহার অভাবের ক্ষতগুলো!
#
নেহাত ভুলের কাছে জ্বলে বিরোধী প্রদীপ
ক্ষমার ফসিলে বাড়ে যত নীরবতা
#
সেই জলে আছে মুদ্রিত আশ্রয়
#
স্বাধীনতা, তোমারই হাতে বন্দি আমি
পরাধীন এক বিদ্রোহী প্রশ্রয়।

মন্তব্য করুন