Skip to content

মা

মা,মা বলার মাঝে কতনা শুখ,
শুখযে আমার মেলে!
শে শুখের কথা কী বলব ভাই,
মুখে যায় না বলা।
স্রষ্টার ইচ্ছে হয়েছে তাইতো,
আমায় গর্ভে দিল পাঠিয়া।
মা আমায় যত্নের সনে,
রাখিয়া দিল সেথা।
খেল লাথি-ঘুতো,কত ব্যাথা পেল,
তবু খুশিমনে মোর চায়।
আবার প্রসবের কালে প্রসব বেদনা,
তাও সে ভুলে যায়।
খনিক পরে আমায় দেখিয়া,
কতনা শুখ যে পায়!
ছোট ছিলাম আমি,কতনা ছোট,
বিন্দুও যেন নয়।
মা আমার কত আদর করিয়া,
গড়ল এ দেহটায়।
মায়ে উপবাস,মোরে দেয় আশ,
যেন কষ্টেও আমার খাদ্যের যোগান।
আর উপাসনায় যায়,মোর ভালো চায়,
তাই নিজে না চাওয়াতে রয়!
আমি দুরে গেলে,তার পরান কাদে,
যেন ভয়ের গ্রাসে রয়!
আমি কাছে এলে তার দুখ সরে,
যেন চিরশুখীদের চেয়েও শুখ পায়।
আমি ব্যাথা পেলে তার ব্যাথা লাগে,
যেন মুমূর্ষ হয়ে যায়।
ওসে নিজে দুখ লয়,মোর শুখ চায়,
যেন আমাতেই তার আনন্দধারা বয়।
আমাতেই সে,আমাতেই সব,
আমাতেই তার আনন্দ!
তাই মা বলার মাঝে কতনা শুখ,
শুখে আমার মেলে।

1 thought on “মা”

মন্তব্য করুন