Skip to content

মা – উত্তম চক্রবর্তী

যখন শিশু জন্ম নিলো মায়ের কোলে ভবে,
প্রথম দেখায় হৃদয় ভরে খুশিতে মার তবে।
শিশুর মুখে প্রথম খাবার মায়ের বুকের দুধ,
দিনেদিনে বেড়ে উঠে যাদুমণি পুত।

মায়ের মুখের প্রথম বুলি শিশু শিখে নেয়,
মা ডাকা তাই শুরু করে ধীরে ধীরে সেই।
হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শিখে যখন,
হেলে দুলে পড়তে গেলে ধরে ফেলে তখন।

বর্ণমালা শুরু করে মায়ের হাতটি ধরে,
অক্ষরগুলো পড়তে শেখে মায়ের মুখের সুরে।
ঘুমপাড়ানি গানে শিশু ঘুমিয়ে যায় রাতে,
সুখেদুঃখে মায়ের বুকে কতো স্মৃতির সাথে!

শৈশব কৈশোর পার করে আজ যৌবনে পা রাখে,
মায়ের শাসন বজায় থাকে নিয়মনীতি দেখে।
মা যে মোদের সোনার খনি সারাজীবন ধরে,
নিঃস্বার্থ যার ভালোবাসা কোথা পাবে ভাইরে!

তাং -১৩/০৭/১৮

মন্তব্য করুন