বড় মামা বাঘ,
শুধু হাঁকডাক ,
ভয়ে ভয়ে মামী তাই
ডাকে না তো নাক ।
ছোট মামা গাধা ,
সম্পদে আধা,
লিখে দিয়ে নিঃস্ব সে
কাবিনের চাঁদা ।
মেঝো মামা রাজা,
মনে মনে তাজা,
ছেলে মেয়ে যোগ্য সব
প্রয়োজন যা যা ।
আর সব মামা ,
গায়ে ছেঁড়া জামা,
ফুটানি তে ভরা তবু
যা আমলনামা।
০৮/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা