Skip to content

মানব জনম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

মানুষ সৃষ্টির সেরা জাতি
মহাবিশ্বের সকল কল্যাণ
মানুষকে করেছো দান মওলা তুমি
ধর্ম অধর্ম উচু নিচু
নাই ভেদাভেদ, সবাই সমান
তোমারি আরাধনায় মগ্ন মানুষ
রাত্রি দিনে পৃথিবীর দিব্যলয়
কত মানুষ একমুঠে ভাতের লাগি
হামার হাতুরি নাঙল ধরেছে হাতের মুঠে
কত মানুষ হাহাকার করে ক্ষুধার লাগি
কত মানুষের আশ্রায় নেই,ঠিকানা বিহীন ঘর বাড়ি ছাড়া মুসাফির পৃথীবির পথে,
কত মানুষ সুখের আশায় গড়ে অট্রলিকা
কত মানুষের রক্তে খুনের নেশা,
মানুষ সেরা,মানুষ উচ্চ তবে
মানুষে মিশিয়াছে ঐ শয়তান,তাই
হিংসা নিন্দা লুটপাট আর খুন খারাপি
চলে মিথ্য যত ভন্ডের দল,
চুরি ডাকাতি আর হিংস্র থাবায়
কত জীবনের বক্ষ হয়ে যায় চুরমার
নিরবে কাঁদে কত অসহায়,
ধর্মের নামে ভন্ডামি করে,মানুষ করে আপমান,
কান্নার শেষ নেই,জগৎ দখল করেছে শয়তান।
মানুষ ভুলেছে আদিম শিখড়
ভুলেছে আপন কায়া
পৃথিবীর মিছে বন্ধনে আজ
যত সব যাদুর মায়া,
মানুষ ভাসিতেছে সুখের ভেলায়
হারিয়েছে সকল হুশ
বুজিবে সেদিন,হারাবে জীবন তরী
হয়ে যাবে বেহুশ,
উপায় থাকিবেনা আর ফিরিবার জগতে
মানব জনম একবার হয় বারবার নয়।

মন্তব্য করুন