Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “আইরিস গাছ, রাইজোম”

আইরিস গাছ, রাইজোম
উৎসর্গ : বারীন ঘোষাল
চ্যালেঞ্জ বিক্কিরির দোকান থেকে আমরা সবাই
কিনেছিলুম একটা করে থ্যাঁতলানো চোটের ঢেউখেলানো ব্যথা
পেঁয়াজের লেস-বসানো অমলেট তিনশো বছরের হলুদ কলকাতার
সামনে দিনটা পেছন দিক হয়ে গিসলো চ্যালেঞ্জের দোকানে পড়ে পড়ে
যে বাড়িটা গলিটাকে কানা করেছে সেটাই যে চ্যালেঞ্জের দোকান
তা শালগ্রামশিলার অপরাধবোধে কাহিল অলস ব্যথাগুলো
পাগলাঘণ্টি চুরি-যাওয়া জেলের ছায়ায় কানায় কানায় লেগে
গোধূলি হাশাপ করে ফেলেছিল কালো প্রজাপতিদের স্কোয়াড্রন
চ্যালেঞ্জের যে জবাব দেবে তা প্রার্থনারত আঙুলের জট ছাড়াতেই তো
ভাড়াটে-অধ্যুষিত বঙ্গসংস্কৃতির একশা
কিন্তু পোস্টমডার্ন মাঝরাতে ব্যথার মোড়ক খুলে দেখতে পাচ্ছিলুম
বউল আসায় বেশ রিল্যাক্সড মুডে হিমসাগর
২৫ মে ১৯৯৮

মন্তব্য করুন