Skip to content

মর্ম ছেঁড়া মূরতি, মাতরম –হীরক মুখোপাধ্যায়

ফিরে যাচ্ছো আমার মর্ম ছেঁড়া মূরতি, মাতরম,
বেশ এই তো নিয়ম,
শুধু যাওয়ার আগে একটা কথা স্থির করে নিও —
কোন দিকে গেলে ফিরতে হবে না কোন মতে l

নদী গড়িয়ে সমুদ্রে পড়ে, পথ ও প্রান্তরে,
জীবন মাড়িয়ে যাচ্ছো যেখানে,
ভিটে মাটি, গেরস্থালি চুলোয় গেলে,
যেন পা ছড়িয়ে কাঁদতে বসো না l

পিদ্দিমের সবটুকু তেল পুড়িয়ে,
অনেক দিন তো হল আলোর আদিখ্যেতা,
চিতার আগুনে তেমন আদিখ্যেতা নেই,
কাকপক্ষীতেও টের পাবে না, জ্বলতে জ্বলতে,
নিজেই সলতে হয়ে পুড়ে গেল কবে l

ফিরে যাচ্ছো আমার মর্ম ছেঁড়া মূরতি, মাতরম,
বেশ, শুধু স্থির করে নিও —
কোন দিকে…

মন্তব্য করুন