Skip to content

মনে রেখো – প্রেমদেবতা

শুধু মনে রেখো,
একদিন এই আত্না দুই
মিশে যাবে, একাকার হবে
দূরত্বের ক্রোশেও অনুভবে ভাসবে।

ভুল বুঝাবুঝির অবসান হবে-
হব আপন তোমার বিশ্বাসে আশ্বাসে।
এই সব রঙ্গিন আবেগ,
রইবে মোর কাছে।

যেদিন সত্যিকারের প্রেম
তোমায় ছুঁয়ে যাবে-
সেদিন আমার কথা ভাবতেই
ঠোঁট দুটি অজান্তে প্রসারিত হবে।
অন্তর তলে বিশালতার অরণ্য খুঁজে পাবে।

থেমে যাবে সব কোলাহল,
ঝাপ্সা হবে আমি বিনে সব।
শুনতে পাবে হৃদস্পন্দন
বিদ্যুৎ স্পস্ট হবে আমার ছোঁয়াতে।

চোখ বুঝে সুখ পাবে,
ঘুমের মাঝে স্বপ্নরা চুমু দিবে।
হৃদ মাঝে আমি হব তোমার ঘর।
সেই ঘরের দেবী হয়ে,
পরীরা এসে মেলা বসাবে-
তোমায় পুজিঁবে প্রেম পাইতে।

শুধু মনে রেখো,
এই দেবতা রহস্যতায় ঘেরা,
কখনো চেনা আবার কখনো অচেনা!
অল্প আবেগে ভাসেনা
হুট করেই কাছে আসেনা।
স্নেহের ভালবাসার হাত যেদিন
লক্ষ্মী ছেড়ে চলে যাবে-
দেবতার শোকে চুরমার হবে
তোমার আত্না-মন।

শুধু মনে রেখো,
একদিন এই আত্না দুই
মিশে যাবে, একাকার হবে
দূরত্বের ক্রোশেও অনুভবে ভাসবে।

মন্তব্য করুন