Skip to content

মনে কি পড়ে

  • by

কবিতা : মনে কি পড়ে
লেখা: Orpita oyshorjo

আমারো খুব ইচ্ছে করে সবুজ শাড়ী পরতে
একবার আমিও সবুজ শাড়ী পরে,
মেঘ দেখতে যাব ভাবছিলাম।
হঠাৎ তুমি কুরিয়ারে করে একটা প্যাকেট পাঠিয়ে দিয়েছিল তাতে ছিলো ছোট্ট চিরকুট ” প্রকৃতির সাঁজে তোমায় লাগবে দারুন ”
আমি মৃদ্যু হেসেছিলাম ।
হঠাৎ একদিন আমি যখন সবুজ শাড়ী পরম যত্নে গায়ে জড়িয়ে পথে হাটছিলাম
আর তুমি সবুজ প্রকৃতি ভেবে ভুল করেছিলে।
তোমার কি আজও মনে আছে ,
তোমাকে দেখে মুহুর্তেই আমার বুকে জমাট বাঁধা কষ্টগুলো
উড়ে গিয়েছিল আবেগী বাতাসে।
তোমার কি মনে আছে?
একদিন আমি
নীল শাড়ী পরে,
তোমার সাথে পুর্ণিমা দেখতে বেরিয়েছিলাম,
আর তুমি আমাকে জোস্না ভেবে ভুল করেছিলে ।
আমার কিন্তু বেশ মনে আছে
সেদিন ছিলো পহেলা ফাল্গুন। আর.সি.এম .সি তে বসে কবিতা লিখছি
আর তোমার জন্যে অপেক্ষা করছি।
হঠাৎ হলুদ পান্জাবী পরা তোমাকে দেখলাম,
শান্ত, নিশ্চিন্ত ভঙ্গিতে আমার দিকে আসছ।
মুহুর্তে আমি হারিয়ে গিয়েছিলাম দূর অজানায়।

তুমি বলেছিলে সাদা শাড়ীতে আমাকে নাকি
দারুন মানায়, যেন এক
প্রস্ফুটিত নিস্পাপ গোলাপ।”-
আমি তা শুনে শুধু হেসেছিলাম আবার অবাকও হয়েছিলাম যানো
সেদিন যখন এক হাজার একটা তাজা গোলাপ,
আমার পায়ের নিচে সঁপে দিয়েছিলে।
নিজেকে খুব ধন্য মনে হয়েছিল ।
আচ্ছা তোমার মনে আছে……
আমাকে দেখে কেমন যেন লজ্জা পেয়েছিলে সেদিন,
যখন বললাম ” ভালোবাসি ”
তখন তুমি লজ্জায় লাল হয়ে গেছিলে ।
আমি অবাক চোখে তাকিয়ে ছিলাম তোমার পানে
তোমার অমন লজ্জায় যেন
বাগানের ঐ ফুল গুলো ঝড়ে যায়।
ভুলে গেছো কি
নাকি রেখেছো মনে ।

মন্তব্য করুন