Skip to content

” মধু এক খাদ্য শহীদ”//- সুবীর মণ্ডল

এক পেট খিদের মূল্য একটি জীবন
ভাবতে অবাক লাগে আমরা কোথায়!
জীবন আর আহারে এতটুকু তফাৎ!
তাহলে তো পূর্ণিমার চাঁদই ভালো
খিদেও মেটায় না, জীবনও নেয় না।
শুধু মরিচীকার মত আশা জাগায়,
আর সেই আশায় মানুষ অন্তত বাঁচার রসদ পায়।
পয়সাওলার খিদে মেটায় রাজকোষ
আর গরীবের…………….
জানি কোন উত্তর নেই!
যারা উত্তর দিতে পারে তারা তো সব জান্তব।
যারা কোন দিন পেটের খিদে দেখেনি,
কি বোঝে তার জ্বালা…………
হাজার থাকলেও লোভ লালসায়-
হাত পাতে রাজ কোষে,
গরীবের ধন তস্করি করে পগার পার বিদেশে।
দেশ চালানো নেতারা গণতন্ত্রের ভিক্ষারী
ভোটের সময় হাত পাতে, আর তার পর
হাত মুছে চোখে পরে কালো চশমা।
খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষার অধিকার,
বঞ্চিত মধু চেয়েছিল শুধু এক পেট আহার।
মধু হল খাদ্য শহীদ এ কলঙ্ক সমাজের
মিথ্যা বড়াই মানুষ, হার মানায় পশুদের।
হায়রে শাসন যন্ত্র, আজও অকেজো
গণতন্ত্রের নামে তামাসার ধ্বজা-
উড়ছে গরীবের রক্ত মাখা লাশ।

মন্তব্য করুন