Home / কবিতা / ভেসে যায়

ভেসে যায়

বাথরুমে পড়ে টোটেমের খোলস
হিস্ হিস্ শব্দ জলের

পোষাক খুলেছি আমি
চামড়ায় নীল রং

উল্কিটা সাপের

তবু জড়ানো তোয়ালেতে ভস্ম

বিভৎস জীবাশ্ম আদিম

গোল ঘিরে উপাসনা
বাদ্যযন্ত্রে দ্রিম দ্রিম

কিছু রক্ত আর নশ্বর ভক্ত

উলঙ্গ আমার আদি থেকে অন্ত

আজ বাথরুমে প্রাগৈতিহাসিক কিছু চিহ্ন
ভেসে যায় ভেসে যায়  ফ্লাশ করা ঝর্ণায়

About Sudip Banerjee

Sudip Banerjee
ধণিয়াখালি হুগলীর বাসিন্দা।ইংরাজি ভাষা ও সাহিত্যে স্নাতোকোত্তর।পেশা শিক্ষকতা।নেশা কবিতা।আর কি?

মন্তব্য করুন