Skip to content

ভাল না বাসলে

ভাল না বাসলে যাহোক তাহোক
বেঁচেই যেতাম, বেঁচেই যেতাম।
জোড়াতালি আর তাপ্পি মেরে
নুনের সাথে পান্তা খেয়ে,
চিংড়ি ইলিশ না জুটলেও
যাহোক তাহোক, বেঁচেই যেতাম ।
এখন দুপুর নীরস লাগে
সকাল বিকেল নিমের পাঁচন,
রাত্তিরেতেও ঘুম আসে না, ঘুম আসে না।
সব পেয়েছির সে দেশ ঘুরে
সর্বহারা ফকির হয়ে
ছেঁড়া মলিন হৃদয় নিয়ে
দগ্ধে দগ্ধে বাঁচার কষ্টে
ঘুম আসে না, ঘুম আসে না।
ভাল না বাসলে পাহাড়-নদী
কিংবা খুশির ঝর্ণা দেখে
ভোরবেলাতে পাখির গানে
বেঁচেই যেতাম বেঁচেই যেতাম।
এখন বড়ই একলা একা
থমকে থাকে রাত দিন সব
আর সেতারে সুর লাগে না, সুর লাগে না।

মন্তব্য করুন