Skip to content

ভালবাসার প্রতিমা

আমি প্রেম করি একটা কাল্পনিক প্রতিমার সাথে
দুজনে একাকার হই গভীর রাতে
নির্জন, নিরালয় চাদের জোচনাতে
গানের শুর তুলি মনের মাধুরী মিশিয়ে।

সে প্রতিমার সুন্দর রূপ আছে
যেই রূপ নিয়ে পৃথিবীতে একজনই এসেছে
তার মধুর একটা নাম আছে
যে নামে শুধু আমি একাই ডেকেছি
তার হৃদয় কারা দুটো চোখ আছে
যে চোখে শুধু আমিই চোখ রেখেছি
তার মায়া পরির মত একরাশ কালো কেশ আছে
সেই কালো কেশের ঝাপটায় আমি বার বার প্রেমে পড়ি।

হে খোদা, তুমি তাকে প্রানবন্ত কর
তার হৃদয়ে দাও অফুরন্ত ভালবাসা
যে ভালবাসায় আমার জীবন হবে প্রেমময়।

মন্তব্য করুন