Skip to content

ভাই-বোন

দূরে থেকেও কাছে থাকে,
মনের এক কোণে থাকে,
সে নয় নতুন জন,
সাঁঝ বাতির মতো
থাকে উজ্জ্বল মনে
ছোট-বড় ভাই-বোন।

জীবনের মাঝে,
সকাল-সাঁঝে
মনে দুয়ারে আসে,
এক নিমেষে ইচ্ছে হয়,
ওদের কাছে এসে,
প্রশ্ন করি মনে প‌ড়ে
ছোটবেলার ক্ষণ?
হারিয়ে গেছে সেই বেলা
ফিরে আসবে না কখন।

ছোটবেলাটা বড়োই সুখের,
এক সুন্দর অনুভূতি,
সবটাই জুড়ে আছে
ওদের মধুর স্মৃতি।

চাওয়া-পাওয়ার সীমা ছাড়িয়ে
ঘুচিয়ে দিয়ে ক্লেশ,
মনোমালিন্যের স্মৃতি জড়ানো
সব কিছু ধূলায় মিশুক বেশ।

রক্তের সম্পর্ক বড়ই মায়ার,
এক অদ্ভুত টান,
খানিকটা হলেও মিল থাকে,
হয় না কখনও ম্লান।

মন্তব্য করুন