Skip to content

বোবা প্রকৃতি কথা জানেনা

ধরে নিন বোবার মতো পেছনের সমস্ত অতীতকে একটু একটু করে গিলে ধরেছেন।
কিছু মানুষ মাথায় বাঁধা কাপড় টেনে নিচে ফেলে দিলো।
আমি আপনাদের মত ভদ্রলোকেরা পারতাম ঠাস ঠাস চড় বসিয়ে পরিস্থিতির ঝাল মেটাতে।
কিন্তু একটা তীব্র ভয় আছে। ঠিক পেছন থেকে যে কেউ গুলি করে দেবে হয়তো।
তবে বোবার মতো চুপ করে থাকাটা বাঁদরের গলা দেখিয়ে ফিরে যাবার মত।
নোংরা উত্তর দেয়াটা অনেকটা আতঙ্কগ্রস্থ।
একা হাতে এগোতে গিয়ে অজস্র লাথি খাবেন ঠিক।
আমি বোবা প্রকৃতির স্বভাবকে মেনে নিয়েছি।
ধরে নিন বিস্তর সাদা কাপড়ে এক টুকরো দাগ লেগে গেছে আর চকচক করতে শুরু করলো।
এরপর প্রতিশোধের নমুনা দাঁড়ায় নিরীহ তুলসি গাছ উপড়ে ফেলা।
অথবা অযথা পথের পথিকের হাড়-পাঁজরে আঘাত করা।
বোবা রোগ কথা জানেনা অথবা বোবা সময় বা বোবা প্রকৃতি
বলতে পারে না তার রোগাক্রান্ত মনে জমে থাকা
অজস্র শব্দ। আর সময় ও স্রোত তার গতিতে চলতে থাকে ।
– ০৩/০৩/২০১২

মন্তব্য করুন